1. admin@pressbd.online : admin :
রবিবার, ১১ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পুর্ণিমা নানা অনুষ্ঠিত পটিয়ায় দক্ষিণ জেলা তরুণ  দলের পরিচিত সভা অনুষ্ঠিত  শার্শায় সিমেন্ট বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা  আহত- ২ মাটিরাঙ্গায় কুরআনের হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে ছবক নিল ১০ শিক্ষার্থী লক্ষীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক আ.লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা, শার্শায় জামায়াতের শোকরানা মিছিল ও সভা বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ  আমদানি-রপ্তানি বেনাপোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটিয়ার দক্ষিণ গোবিন্দর খীলে  ১৬ মে খাজা গরীব নেওয়াজ(রহ:)  ফাতিহা ও মিলাদ মাহফিল

অভিভাবকরা উদ্বিগ্ন,ঈদগাঁওতে মাদ্রাসা শিক্ষার্থী চার মাসেও বই পায়নি

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও: ঈদগাঁও উপজেলার চার সহস্রাধিক মাদ্রাসা শিক্ষার্থী চলতি বছরের পঞ্চম মাসেও কোন বই পায়নি। এই নিয়ে অভিভাবকরা শিক্ষা জীবন নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জানা যায়, নবগঠিত ঈদগাঁও উপজেলার অনুমোদিত ও অনুমোদনহীন ছোট বড় ২৭টি মাদ্রাসার ইবতেদায়ী শাখার চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোমলমতি চার সহস্রাধিক শিশু শিক্ষার্থী এখনো কোন বই পায়নি। যার কারণে শিশুদের সম্ভাবনাময়ী শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। সচেতন অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন চলতি শিক্ষাবর্ষের পাঁচ মাস অতিবাহিত হতে চলছে। আগামী মাসে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠানে বোর্ড কর্তৃক নির্দেশনা রয়েছে। পাঠ্য পুস্তক ছাড়া কি শিক্ষা নিয়ে শিশুরা পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে প্রশ্ন তুলেন। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী  জানান বিগত চার মাসেও ইবতেদায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কোন বই পাননি। যার কারণে পাঠদান চরম ব্যাহত হচ্ছে।ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ: নজিবুল ইসলাম জানান, পাশ্ববর্তী সব উপজেলার শিক্ষার্থীরা বই পেলেও এ উপজেলার শিশু শিক্ষার্থীরা একটিও বই  না পাওয়ায় অভিভাবকরা শিক্ষকদের চরম বিরক্ত করছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত বই সরবরাহের দাবি জানান।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ: ইসমাইল জানান, এনসিটিবি থেকে এখনো পর্যন্ত ঈদগাঁও উপজেলার জন্য বই সরবরাহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তিনি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি জানিয়েছেন।ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান,তাকে গুরুত্বপূর্ণ এ বিষয়টি কেউ এ পর্যন্ত অবগত করেননি।তিনি তড়িৎ এ বিষয়ে খোঁজ নিচ্ছেন । ভুক্তভোগী মাদ্রাসা প্রধানরা জানান, নবগঠিত ঈদগাঁও উপজেলায় মাধ্যমিক শিক্ষা দফতর চালু না হওয়ায় এখনো পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতরের  অধীনে কার্যক্রম চলমান থাকায় এ ভোগান্তি শেষ হচ্ছে না। তারা অবিলম্বে ঈদগাঁও উপজেলায় মাধ্যমিক শিক্ষা দফতর চালু ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদায়নের দাবি জানান। তবে এ ভোগান্তি লাঘব হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি