মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া মহাসড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুই মোটরবাইক আরোহী নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উখিয়া টাইংখালী স্টেশনের উত্তর পাশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) ও উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক কে মোটরবাইক আরোহী ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপা পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুজনই মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির জানান, মেরিস সিগারেটের দুই কর্মী মোটরসাইকেলে বৃহস্পতিবার দুপুরে থাইংখালী থেকে উখিয়া উদ্দেশ্যে আসার পথে বালুখালী মারগাছতলা মুড়ের একটু পূর্বে আনোয়ার গ্যাস পাম্পের সামনে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। অপরদিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এরা নিহত হয়। এতে দূর্ঘটনার কবলে পড়া গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
Leave a Reply