তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১০জন ভিক্ষুককে পুনর্বাসনে জন্য ৬ জানুয়ারি বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভিন্ন ভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সুবিধাভোগীরা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত স্বরে বলেন, আমাদের আর ভিক্ষা করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। এটা আমাদের জীবনের জন্য বড় পাওয়া।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, পিআইও আশীষ কর্মকার, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ উপকারভোগী শাহজাহান মিয়া, আমেনা খাতুন, জোবেদা খাতুন, রহিমা খাতুন, ফাহিমা আক্তার, আঃ খালেক, হাজেরা খাতুন, নাসিমা আক্তার, জরিনা খাতুন এবং কুলছুম সহ অনেকেই। উপকরণ বিতরণকালে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘ভিক্ষাভৃত্তি কোন পেশা নয়, ভিক্ষা করে দারিদ্র্য দূরীকরণ করা যায় না। তাই ফুলপুর উপজেলার ১০ জন ভিক্ষুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে স্থানীয় কর্মসংস্থানের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে উপকরণ প্রদান করা হয়েছে।’সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান বলেন, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” নীতিমালা ২০১৮ অনুসারে ভিক্ষুক জরিপ করে ১০ জন ব্যক্তির আর্থ-সামাজিক, শারীরিক, দৃষ্টিভঙ্গী ও মনোভাব যাচাই করার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার উপকরণ বিতরণ করা হয়। ৩ জনকে বাছুরসহ গাভী, ২ জনকে ব্যাটারি চালিত ভ্যানগাড়ী, ১ জনকে ব্যাটারিচালিত রিক্সা, ১জনকে ৩ বাচ্চা সহ ছাগল, ১ জনকে মুদি দোকান ও ব্যবসা পরিচালনার জন্য নগদ ১০ হাজার টাকা, ১ জনকে চেপা, শুটকির ফেরি দোকানসহ নগদ ৫ হাজার টাকা এবং আরেক জনকে কাচামালের দোকানসহ ব্যবসা পরিচালনার জন্য নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।
Leave a Reply