পাকিস্তান-সমর্থিত হ্যাকার গ্রুপ ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক করে উস্কানিমূলক বার্তা ছড়ানোর চেষ্টা করে। তবে ভারতীয় সাইবার বিশেষজ্ঞদের তৎপরতায় তা ব্যর্থ হয়।
এএনআই সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ‘Cyber Group HOAX1337’ ও ‘National Cyber Crew’ নামের দুটি হ্যাকার গোষ্ঠী আর্মি পাবলিক স্কুল (এপিএস) নাগরোটা ও সুনজুয়ানের ওয়েবসাইটে হামলার চেষ্টা চালায়। তাদের উদ্দেশ্য ছিল সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহেলগামে নিহত ২৬ জন নিরীহ মানুষের ঘটনাকে কটাক্ষ করে বিতর্কিত বার্তা ছড়ানো।
Leave a Reply