1. admin@pressbd.online : admin :
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাইতংয়ে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত মাদরাসাতুল হিদায়াহ ঈদগাহের উদ্যোগে হিফজ শিক্ষার্থীদের সবিনা ও হিজাব প্রদান  ঈদগাঁও মাইজপাড়া বাসীর মিলন মেলা সম্পন্ন খুলনার আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত পটিয়ায় সোলাইমানিয়া নুরে মওলা  অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শ্রীপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  মুক্তাগাছায় আ’লীগ নেতা ও মুক্তিযোদ্ধা যদু গ্রেফতার জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে মত বিনিময় সভা, চাঁদপুর কে শিল্পাঞ্চলে রূপান্তর করার আশ্বাস – মোস্তফা খাঁন সফরী তারাকান্দায় যৌথবাহিনীর অভিযানে আ’লীগের নেতা সহ ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেফতার কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিনকে ফুলেল শুভেচছা দিলো ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন বাংলাদেশের কার্যকরী কমিটির সদস্য বৃন্দ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পাঠ করা হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু স্টাফ রিপোর্টারঃ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন বাংলাদেশের (টিআরইউবি) কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে চেয়ারম্যান ইয়াসিনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত আয়োজনে টিআরইউবি’র সদস্যরা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা প্রদান ও সংক্ষিপ্ত মতবিনিমিয় আয়োজনে বিআরটিএ’র চেয়ারম্যান ইয়াসিন এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিতরা বিআরটিএ’র বিভিন্ন সেবা, সড়ক নিরাপত্তা, পরিবহন খাতের উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বিআরটিএ‘র কার্যক্রমকে আরো স্বচ্ছ, উন্নত ও জনগণের জন্য আরো কার্যকরী করার বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এসময় বিআরটিএ চেয়ারম্যান ইয়াসিন বলেন, যে দায়িত্ব নিয়েছি, তা সঠিকভাবে পালন করতে আমি সবসময় প্রস্তুত। আমাদের লক্ষ্য হলো সড়ক পরিবহন খাতের সেবা আরো উন্নত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিআরটিএকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। আমি আশা করি, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং আমরা একসঙ্গে কাজ করব। তিনি আরো বলেন, আমি যোগদানের পর ইতোমধ্যে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার ব্যবস্থা করেছি। বিআরটিএর কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নসহ জনসম্পৃক্ততা বৃদ্ধিতে নিয়মিতভাবে গনশুনানীর আয়োজনের ব্যবস্থা করেছি; যা বিআরটিএ সকল সার্কেল ও জেলা পর্যায়ে প্রতি মাসে দুইটি করে করা হবে। যেখানে পরিবহন মালিক/শ্রমিক, তাদের সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া সকল সার্কেল ও জেলা বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে টিআরইউবি‘র সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান বলেন, আমরা বিশ্বাস করি বিআরটিএর চেয়ারম্যানের দিকনির্দেশনায় সড়ক পরিবহন খাতে উন্নয়ন, নিরাপত্তা এবং সেবা প্রদান আরো শক্তিশালী হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সকলে একযোগে কাজ করতে হবে যেন দেশের জনগণের জন্য সড়ক পরিবহন ব্যবস্থা আরো সহজ, সুষ্ঠু এবং নিরাপদ করা যায়। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক (প্রশাসন), মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, টিআরইউবি‘র সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো. শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ. অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মাহমুদুল হাসান, মো. দেলোয়ার হোসেন, মো. লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মো. বেলায়েত হোসেন, আকবর হোসেন। টিআরইউবি এবং বিআরটিএ’র মধ্যে এই শুভেচ্ছা বিনিময় পর্ব সড়ক পরিবহন খাতের উন্নয়নে সুষ্ঠু সমন্বয় এবং সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি ভবিষ্যতে আরো কার্যকরী ও স্বচ্ছ সেবা প্রদানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সম্পর্কের উন্নয়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি