আলমগীর শরীফ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:-শরিয়তপুর জেলাধীন জাজিরা উপজেলার তালুকদারকান্দী এলাকার মোঃ হাবিবুল্লাহ তালুকদারের পুত্র মোঃ হারুন অর রশিদ দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত হয়ে জাতীয় কিডনি হাসপাতাল, শেরে বাংলা নগর (সরোয়ারদি মেডিকেল সংলগ্ন) ঢাকায় চিকিৎসাধীন আছেন। হারুন দুই শিশু পুত্র সন্তানের জনক, অর্থ সম্পদ যাকিছু ছিলো তা দীর্ঘদিনের চিকিৎসায় নিঃস্ব। বর্তমানে সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস করাইতে খরচ হয় ৯ হাজার টাকা, এভাবে সারাজীবন ডায়ালাইসিস করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তারগণ। এছাড়া কিডনি স্থাপনের পরামর্শ রয়েছে। এমতাবস্থায় হারুনের সু চিকিৎসা ও স্ত্রী-সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন নগদ অর্থের। হারুনের কাছে কোন অর্থ না থাকায় এলাকার তথা দেশের দানশীল বিত্তবান ও প্রবাসী ভাই-বোনদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জোর আবেদন করিয়াছেন হারুন ও তার পরিবার। অতএব, একটি অসহায় দরিদ্র পরিবারকে সাহায্যে করার অনুরোধ রইলো এলাকাবাসীসহ প্রতিবেদকের। আল্লাহপাক সকলের সহায়ক হোক, আমীন। 01752580669, নগদ, হারুন।
Leave a Reply