ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–গতকাল ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময়ে কামারগাতি গ্রামের হানিফের দোকানে অবৈধভাবে/ লাইসেন্স বিহীনভাবে সার বিক্রি এবং মজুদ রাখার প্রমাণ পাওয়া যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময়ে নির্বাহী অফিসারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
Leave a Reply