পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম গোবিন্দারখীল আব্দুল লতিফ সওদাগর প্রকাশ (লেদু সওদাগর)পাকা গৃহ নির্মাণ ও বিল্ডিং কোড অমান্য শিরোনামে কালের কথা ২৪. সহ একাধিক অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সমাজসেবক ব্যবসায়ী মোহাম্মদ আলী সওদাগরের প্রথম পুত্র মোহাম্মদ সাইফুল আলম নয়ন। সাইফুল আলম (নয়ন) স্বাক্ষরিত লিখিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, আমাদের প্রতিবেশী মঈনুল আবেদীন(বক্কর) ও নাজমুল আবেদীন (আবু ছালেহ) গং প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের পৈতৃক জায়গায় পাকা গৃহ নির্মাণ কাজে বাধা প্রদান করে। এমনকি পাকা গৃহ নির্মাণ কাজ করতে হলে তাদেরকে দশ লক্ষ(১০,০০,০০০) টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় গৃহ নির্মাণের প্রথম তলা ভবনের ঢালাইকৃত ছাঁদের বাশগুলো ফেলে দেয়। উক্ত ঘটনা বিষয়ে এলাকার লোকজন জড়ো হলে তারা সরে পড়ে। এসব ঘটনার বিষয় পটিয়া থানায় একটি অনলাইন জিডি নং ৪৪৯/২৫ দায় রুজু হয়। এর আগেও প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করে ও হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে আসছে। উক্ত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন খারাপ উদ্দেশ্য প্রনোদিত বিধায় আমরা উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত সংবাদে এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রকৃতকথা, আমাদের পৈতৃক সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ কাজ করছি এবং চলাচলের রাস্তাটি আমাদের খতিয়ানভুক্ত জায়গার অংশ।
Leave a Reply