সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। একইসঙ্গে গত সপ্তাহের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি।
শুক্রবার (২ মে) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজারে গ্রীষ্মকালীন সব ধরনের সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনার গ্রীষ্মের সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি রয়েছে।
এ ব্যাপারে তালতলা বাজারের সবজি বিক্রেতা হানিফ বলেন, সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়তি রয়েছে। ৬০ টাকার নিচে সবজির কেজি নেই বললেই চলে। প্রতিবছর এই সময় পেঁপে সস্তা থাকে, এ বছর ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
Leave a Reply