তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ হাজারো ব্যস্ততার মাঝে থেকেও রাতের আঁধারে স্থানীয় যুবসমাজকে নিয়ে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। ফুলপুর টু রহিমগঞ্জ রোডের ৬/৭ এর সীমান্ত মোড় মসজিদ সংলগ্ন হরিণাকান্দা রাস্তাটি অনেকদিন যাবত অবহেলিত ছিলেন। কোন উন্নয়ন প্রকল্পের ছোঁয়া না লাগায় বর্ষাকাল আসরেই হালকা বৃষ্টিতেই রাস্তাটির বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্ত হয়ে কাদা ও পানি জমে জনদুর্ভোগে সৃষ্টি হতো । পরে এ বিষয়টি নজরে নেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম। তিনি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়ের সাথে কথা বলে জনস্বার্থে বিনা পারিশ্রমে স্থানীয় যুবসমাজ নিয়ে রাস্তাটির সংস্কার করেন ২৩শে এপ্রিল রোজ বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। গত বছরেও বর্ষার সিজনে আমিনুল নেতৃত্বে রাস্তাটি সংস্কার হয়েছিল। স্থানীয়রা জানান, আমাদের উক্ত রাস্তায় বিগত কয়েক বছর ধরেই কোন সরকারি উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতির নেতৃত্বে স্থানীয় যুবসমাজকে নিয়ে ২/৩ বছর ধরে বর্ষার আগ মুহূর্তে রাস্তাটি সংস্কার করেন স্বেচ্ছায় বিনা পারিশ্রমে । এতে আমরা সত্যিই গর্বিত ওদের জন্যই অনেকটা ভোগান্তি থেকে আমরা রক্ষা পাচ্ছি। আমরা ওদের প্রতি চির কৃতজ্ঞ। উক্ত রাস্তা দিয়ে প্রায় ২/৩ হাজারের বেশি পরিবারের চলাচল। তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব উক্ত রাস্তাটির উপর নজর দিয়ে সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগের ভোগান্তি থেকে রক্ষা করার জন্য।তাক্ওয়া অসহায় সেবা সংস্থার রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি মহোদয়ের দিক নির্দেশনায় গত ২/৩বছর ধরেই স্থানীয় যুবকদের নিয়ে আমরা রাস্তাটি মেরামত করে আসছি। সামাজিক কাজ করে মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরাও খুব আনন্দিত। অসহায়, অবহেলিত বঞ্চিত মানুষের দূর্ঘ্যরাই সেবা পৌঁছে দিতে আমরা স্বেচ্ছায় সবসময়ই মানুষের কল্যাণে আছি এবং থাকব। তবে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে আমাদের পাশে চাই। উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান, সত্যি এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। দেশ ও জনগণের স্বার্থে স্বচ্ছায় এমন উদ্যোগ গ্রহণ করায় সকলের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভালোবাসা ও ধন্যবাদ রইল । সরকার বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য ধাপে ধাপে বাজেটের মাধ্যমে অর্থ দিচ্ছেন। উক্ত রাস্তাটি যেন সরকারিভাবে সংস্কার হয় সে বিষয়ে খুব দ্রুত গতি ভাবে ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply