ঝালকাঠি প্রতিনিধি:-ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামে গত ১৫ এপ্রিল-২০২৫ ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় উল্লেখিত গ্রামের মরহুম হাবিবুর রহমানের পুত্র মোঃ ত্বহা (৩৯)-কে পিটিয়ে রক্তাক্ত জখমের মাধ্যমে গুরুতর আহত করেছেন প্রতিপক্ষ একই বাড়ির আসাদুজ্জামান এর পুত্র মোঃ রায়হান (২১), মৃত্যু মরতুজ আলীর পুত্র মোঃ আসাদুজ্জামান (৫৫) ও আসাদুজ্জামানের স্ত্রী মোসাঃ রাসিদা বেগম (৪২)। উক্ত ঘটনায় ভিকটিম মোঃ ত্বহা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে ২১ এপ্রিল-২০২৫ ইং তিনজনকে আসামী করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। যার নং- ১৭/৪২। মামলায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, ঘটনার দিন ও সময় উল্লেখিত বিবাদীগন একই বাড়ীর মৃত্যু প্রতিবন্ধী এমদাদের অসহায় স্ত্রী মাহিনুর বেগম-কে অন্যায়ভাবে মারধর করিলে বাদী ত্বহা ছাড়াইতে যায়, কিন্তু বিবাদীগন অন্যায়ভাবে ত্বহার উপর অতর্কিত আক্রমন করে রক্তাক্ত জখম করে। এবিষয়ে ত্বহা আরো জানান যে, ইতোমধ্যে আমি চিকিৎসা নেওয়ার ফাঁকে আমার বিরুদ্ধে ঝালকাঠি আদালতে একটি মিথ্যা মামলা দাখিল করেছে ৩ নং বিবাদী রাসিদা বেগম, যাহা একেবারেই মিথ্যা ও বানোয়াট। এছাড়াও আমার মামলার ২ নং সাক্ষী মোঃ আবু বক্কর (৩৬)-কে বিবাদীরা তার বসত ঘরের সামনে গিয়ে জীবন নাশের হুমকি দিয়ে সাক্ষী না দেওয়ার জন্য বলে। এব্যাপারেও থানায় জিডি করার প্রস্তুতি চলছে।
Leave a Reply