আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠান-২০২৫ খ্রীস্টাব্দ ১৯ মে সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসাইন, রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠান পরিচালক রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও যুব সংগঠন ভরসা যুব সংস্থা ও নৃত্য একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর শরীফ, ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, সাইডো যুব সংস্থার প্রতিনিধি শামসুন নাহার, যুব তারুণ্যের বাতিঘর সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রতিনিধি আসাদুর রহমান মান্না সহ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত উপজেলার সকল সংগঠনের যুব নারী পুরুষ সদস্যরা।
Leave a Reply