প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:৩৯ এ.এম
উলিপুরে চাকরি জাতীয়করণের দাবিতে নকল নবিশদের একদফা দাবিতে অনশন কর্মসূচি
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
চাকুরী জাতীয়করনের একদফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে। এ কর্মসূচির আওতায় ২৫ নভেম্বর ২০২৪ ইং সোমবার দুপুরে উলিপুর সাব রেজিস্টার
অফিস কার্যালয়ের সামনে নকল নবিশদের আমরন অনশন কর্মসূচি পালিত হয়েছে ।এ বিষয়ে নকল নবিশদের পক্ষে সভাপতি শ্রী প্রফুল্ল কুমার ও সাধারণ সম্পাদক জাকির আলম জানান, আমাদের কলম, খাতা এবং বসার স্থানটা পর্যন্ত সরকারি অফিসে। কিন্তু আমাদের চাকরি সরকারি নয়। দ্রুত সময়ের মধ্যে নকল নবিশদের চাকরি স্থায়ী করতে হবে অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলমান থাকার কথা জানান।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা