জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ নভেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। এ সময়, পরিবেশ সংরক্ষন আইন (সংশোধন) ২০১০ এর ৬ (ক) ধারা একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় আলী স্টোর , মেসার্স বনিক স্টোর, সিরাজ স্টোর ,আল মদিনা স্টোর ও মিজান স্টোর কে ১ হাজার টাকা করে ৬হাজার টাকা। ফারুক হোটেল কে ৫শত টাকা, মাহী হোটেল ও হাজী হোটেল মালিক কে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা সহ মোট ১২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, মূল্য তালিকা প্রদর্শন করে সকলকে পলিথিনের ব্যাবহার নিরুৎসাহিত করতে হবে জানিয়ে তিনি আরো বলেন পরিবেশ রক্ষায় ও ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।