হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন, ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবারও যথাযথভাবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানমালার মধ্যে থাকছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু হবে। এছাড়াও ওই দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৬টা ৩৯ মিনিটে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও ডিসি কোর্ট চত্বরে দিনব্যাপী লোকজ মেলার আয়োজনের পাশাপাশি নানা কর্মসূচি পালন করা হবে।