তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ২০২৪ সালের জুলাই -আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত। ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজিত ২৬ নভেম্বার মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হুমায়ূন কবির, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, উপজেলা পিআইও অফিসার আশীষ কর্মকার, কৃষি অফিসার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ছাত্র জনতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমি সুপারভাইজার পরিতোষ চন্দ্র সূত্রধর।