মোঃ বেলাল হোসেন, পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়ায় শাহ আমির উচ্চ বিদ্যালয় কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বুধবার ২৭ নভেম্বর সকাল ১০ টায় শাহ আমির উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকল শিক্ষার্থীদের নিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দোয়া মাহফিলের কার্যক্রম শুরু করেন। এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমির উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম, এবং হুজুর শিক্ষক সহ আরো অনেকে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী ও কর্মচারী সহ সকলেই উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রধান শিক্ষক বলেন, জুলাই মাস থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন এখনো শেষ হয়নি। কিন্তু আন্দোলনে আমাদের ছাত্র জনতা অনেকেই আহত ও নিহত হয়েছেন। মীর মুগ্ধ ও আবু সাঈদ সহ নাম না জানা আরো অনেকেই শহীদ হয়েছেন। সরকার পতনের মাধ্যমে ছাত্র জনতার বিজয় হয়েছে। আমরা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে দোয়া করি যেন মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতের উচ্চ মকাম দান করুন আমীন। এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম। তিনি বলেন, এই দুইদিন ধরে আবারো আমাদের মুসলমানদের উপর ইসকনদের সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর হামলা করেছে। চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর আইনজীবী সাইফুল ইসলাম কে হত্যা করে ইসকন সন্ত্রাসীরা। আমাদের ছাত্র জনতাদের আরো হুঁশিয়ার সাবধান থাকতে হবে। বিদ্যালয়ের শিক্ষক হুজুরের আখেরি মোনাজাতের মাধ্যমে আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে দোয়া করার মধ্য দিয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্ত করেন।