প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৫২ এ.এম
খুলনার পুলিশ সুপারের সেনহাটি পুলিশ ক্যাম্প পরিদর্শন

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ--
খুলনা জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন ২৬ নভেম্বর মঙ্গলবার দিঘলিয়া থানার সেনহাটি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন। পুলিশ সুপার ক্যাম্পে পৌঁছালে পুলিশ সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের কার্যক্রম এবং অবকাঠামো পর্যালোচনা করেন। এ সময় দাপ্তরিক নথিপত্র পর্যালোচনার পাশাপাশি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার ক্যাম্পের অফিসার ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি অফিসার ও ফোর্সের প্রতি পেশাদারিত্ব বজায় রাখা, শৃঙ্খলা মেনে চলা এবং নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ.এম. শাহিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা