প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৬:২৫ পি.এম
কুমিল্লায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক
কুমিল্লা থেকে: কুমিল্লায় ৮ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহজাহাদা জিসান (৪৮)কে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ এর দল। বুধবার (২৭ নভেম্বর) ভোরে কুমিল্লা নগরীর হাউজিং এষ্ট্রেট এলাকার থেকে আটক করেছে। আটককৃত জিসান ওই এলাকার মৃত সেকান্দর আলীর পুত্র। সে হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান। র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কুমিল্লা নগরীর হাউজিং এষ্ট্রেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শাহজাহান জিসানকে আটক করে। পরে তার কাছ থেকে ৮ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করে। র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান- দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এ বিষয়ে বুধবার দুপুরে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা