প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৩:১১ পি.এম
রাজৈরে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় আটক ৪ জন

রাজৈর মাদারীপুর: গতকাল ২৭ নভেম্বর রোজ বুধবার রাজৈর উপজেলা নবাগত রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাসফিক সিবগাত উল্লাহ সঙ্গীয় আনসার ফোর্স ও ব্রেঞ্চ সহকারি সুমন মন্ডল সহ কদম বাড়ী ইউনিয়নের ফুল বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ বালি উত্তোলন কারী ৪ চার জন কে আটক করে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং বালি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০০ মিটার প্লাস্টিক পাইপ জব্দ করে নষ্ট করে দেওয়া হয়। এবং চারজন অবৈধ ভাবে বালি উত্তোলনকারী কে আটক করা হয়, আটকৃতরা হলেন ১/ নয়ন বিশ্বাস ২২, ২/ সবুজ রায় ২৫, ৩/ অতীশ ঢালী ৪৫ , ৪/ বিনয় কুমার মালো ৪৫, উভয় আসামিকে ভ্রাম্যমান আদালতেরক্ষ মাধ্যমে ১৫ দিন করে সাজা প্রদান করে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করে ।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা