প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:০৪ পি.এম
ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ১
মোঃ আশরাফুল হাসান ফেনী প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আশীশ পুরোহিত (৬৫) নামের এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি-৪। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে তিনি একজন ইসকনের সদস্য। আটক আশীশ চট্টগ্রাম সিটির কোতোয়ালী থানার ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের পুত্র। জানা গেছে, আশীশ পুরোহিত মিরসরাইয়ের অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় অবৈধভাবে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে তাকে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে বাংলাদেশি এনআইডি কার্ড, ভারতীয় আধার কার্ড ও মোবাইল জব্দ করা হয়। বিজিবি-৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গমন করছিল। তিনি আরও জানান, দ্বৈত নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা