তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২ ডিসেম্বর সোমবার বিকালে পৌরসভার হাসপাতাল রোড জনস্বাস্থ্য রক্ষার্থে উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল মজুদের অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ)(গ) ধারায় হাসপাতাল রোড (হাসপাতালের বিপরীত পাশে) ৩ টি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফারুক। এ সময় প্রসিকিউশন প্রদান করেন ওষুধ তত্ত্বাবধায়ক। মোবাইল কোর্ট পরিচালনাকালে সাথে ছিলাম স্থানীয় পুলিশ প্রশাসন।