শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন মামলা থেকে খালাস দেওয়ায় উপজেলা ও পৌর বিএনপি সোমবার বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালন করে। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, আসাদুজ্জামান মিলন, মুক্তা খানম মাহমুদা, সাবিনা ইয়াসমিন টুলু, জিয়াউল হাসান টুটুল, মজনু মোল্লা, মাসুদ খান চুন্নু ও মশিউর রহমান জুয়েল।