নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না করে পার্বত্যচট্টগ্রাম বাসীর সঙ্গে প্রতারণার অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা (সোমবার) ০২ ডিসেম্বর সকালে ঐতিহাসিক রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে কে এস মং মারমা এ অভিযোগ করেন। পার্বত্য চট্টগ্রাম ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহবায়ক সুমন মারমা"র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিতির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, বিগত আওয়ামীলীগ সরকার একদিকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কথা বলে আবার তাদের লোকজন দিয়ে চুক্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করিয়েছিল। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে পার্বত্যবাসীর সাথে প্রতারনা করেছে। বর্তমান অন্তর্বতী সরকারের নিকট আহবান জানিয়ে তিনি আরো বলেন দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সব ধারা বাস্তবায়ন করতে হবে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, আদিবাসীদের ভুমি অধিকার নিশ্চিত করতে হব৷ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদের বিধিমালা তৈরী করতে হবে, রাবার চাষের জন্য চল্লিশ বছরের মেয়াদী লিজ দেয়া ভুমি লীজ বাতিল করতে হবে, না হলে, পাহাড়ে অশান্তি দিন দিন বৃদ্ধি পাবে। পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে সরকারের ছত্রছায়ায় বিভিন্ন উপদল সৃষ্টি করে বিগত আওয়ামীলীগ সরকার পরিস্থিতি জটিল করেছে তাই উপদলগুলো থেকে সরকারের সমর্থন প্রত্যাহার করলেই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হবে বলে উল্লেখ করেন তিনি। উবাচিং মারমা"র সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা(মিল্টন) ও মেঞোচিং মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক সেলিম রেজা নিউটন, মং নু হেডম্যান, উমেচিং মারমা,উশৈ হ্লা মারমা প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে রাজার মাঠ থেকে র্যালী বের করা হয়। এদিকে বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাঙ্গনে শান্তি পায়রা উড়িয়ে,কেক কেটে আলোচনা সভা করে দিবসটি পালন করা হয়। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। কেক কাটা শেষে পার্বত্য শান্তি চুক্তি নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। এর আগে বান্দরবান সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর আয়োজন করে পার্বত্য জেলা পরিষদ।