জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ সম্প্রীতি ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার সকলের মাঝে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও অটুট করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টূর্নামেন্টে মহালছড়ি জোনকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালের দিকে খাগড়াছড়ি রিজিয়ন এর উদ্যােগে আয়োজিত দিকে খাগড়াছড়ি রিজিয়ন এর উদ্যােগে আয়োজিত রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি স্টেডিয়ামে মারিশ্যা জোন ও মহালছড়ি জোনের এর মধ্যে ফাইনাল খেলায় অনুষ্টিত হয়। ২-১ গোলে মহালছড়ি জোনকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মারিশ্যা জোন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মারিশ্যা জোনের মো. মনজুরুল ও সেরা গোলদাতা মারিশ্যা জোনের মো. মাসুম। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মহালছড়ি জোনের জাহিদ। এসময় খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়রাম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা এিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার, সামরিক-বেসামরিক কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্যে যে, উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা ও জাতীয় অনুর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফ ভূঁইয়াকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে সম্মাননা স্মারক ও উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বন্ধন আরো সু-দৃঢ় হয়েছে বলে মনে করেন গত ২৩ নভেম্ব “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এ স্লোগানকে সামনে রেখে সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়।৭টি দল নিয়ে।প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন আরো সু-দৃঢ় বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে পাহাড়ের সম্প্রীতির স্বর্গ রাজ্যে পরিণত হবে।