প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৬:১১ পি.এম
ইজি ট্যুর এন্ড ট্রাভেল অফিস খুলে গাইবান্ধার সজিব ২০ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা

স্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ যমুনা ফিউচার পার্ক লেভেল টু তে ডাবল এন্ট্রি ভিসার জন্য এজেন্সি Easy Tour & Travels লেবেল -2/C,shop-30/A এর স্বত্বাধিকারী সজিব হাসান রবি নামে এক প্রতারক ইন্ডিয়ান হাই কমিশনে এপয়েন্টমেন্ট ডেট নেওয়ার নাম করে শতাধিক গ্রাহকদের ২০ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা। উল্লেখ্য যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইজি ট্যুর এ্ড ট্রাভেল এর মালিক সজিব হাসান বেশ কিছু দিন যাবত ডাবল এন্ট্রি ভিসার নামে ইন্ডিয়ান হাইকমিশনে ফাইল জমা করে এপয়েন্টমেন্ট ডেট নেওয়ার নাম করে প্রতারণা পূর্বক গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায় গত নভেম্বর মাসের ৪ তারিখে (২০২৪ খ্রীঃ) নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ফজলে রাব্বি এর কাছ থেকে প্রথমে ইন্ডিয়ান হাই কমিশনে ফাইল জমা করার নামে ৭ হাজার এবং পরে ১০ নভেম্বর এপয়েন্টমেন্ট ডেট নেওয়ার নামে ২২ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক সজিব। এতে করে ভুক্তভোগী ফজলে রাব্বি বলেন , আমি প্রতারক সজিব কে এপয়েন্টমেন্ট ডেট পাওয়ার ব্যাপারে মুঠোফোনে কল করলে ঠিক ভাবে কল রিসিব ই করে না আর রিসিভ করলেও বলে দেরী হবে ইনশাহ-আল্লাহ হবে । অফিসে গেলে তালা ঝুলানো দেখা যায়। এমনি করে প্রতারক সজিব শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে লাপাত্তা। মানিকগঞ্জের ভুক্তভোগী ডিগ্রী পড়ুয়া বুশরা বলেন আমার কাছ থেকেও ১৫ নভেম্বর এপয়েন্টমেন্ট ডেট নেওয়ার নামে ৫৬ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক সজিব হাসান রবি। বিভিন্ন মাধ্যমে জানতে পারি প্রতারকের পৈতৃক ভিটা খামার ধনারুহা, সাঘাটা, গাইবান্ধা।ভুক্তভোগী ফজলে রাব্বি, বুশরা সহ আরও একাধিক গ্রাহক বলেন, আমরা এই প্রতারণার সুষ্ঠু বিচার চাই এবং সজিব হাসানের মতো আর কেউ যেন প্রতারণা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রাখতে হবে।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা