মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় এক সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শ্লোগান সম্বলিত নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় ভরে উঠে উপজেলা পরিষদ চত্বর। উপজেলা বিএনপি’র (একাংশ) সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বিএনপি নেতা মো. ইউছুফ আলী, ছাত্রদল নেতা বুলবুল ও মো. শাহরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির আহবায়ক মো. সাইফুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আইয়ুব আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান, জিয়া সাংস্কৃতিক সংগঠনের বান্দরবান জেলা সভাপতি মো. আলমগীর চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লাল সিংহ তংচংঙ্গ্যা, বান্দরবান জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক উনুচিং মার্মা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন'সহ প্রমুখ।এর-মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহির, উপজেলা মহিলা দলের (একাংশ) সভাপতি শারাবান তহুরা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বশির আহমেদ, মিজানুর রহমান ও জাকির হোসেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন, রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গাজী, লামা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, গজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন সুমন ও সরই ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম জনসভায় উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীনের পর নেতারা পালালেও আজও তাদের দোসররা রয়ে গেছে। তারা নতুন করে দেশে অস্থীতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।