প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৫:১৪ পি.এম
নেত্রকোনায় বারহাট্টায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় মো. ইদ্রিস আলী,(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বরুহাটি এলাকায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইদ্রিস আলী উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী একজন মানসিক প্রতিবন্ধী। বিকেলে উপজেলার বরুহাটি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এসময় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি ইদ্রিস আলীকে ধাক্কা দেয়। এতে মাথায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা