মোঃ হারুন অর রশিদ কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি: কটিয়াদীতে আরিয়ান স্মৃতি সংঘের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ ডিসেম্বর ) দিবাগত রাত ৯ টায় কটিয়াদীর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে খেলার মাঠে শত শত দর্শকদের উপস্থিতিতে কামারকোনা ক্রিকেট একাদশ বনাম কটিয়াদী পূর্বপাড়া ক্রিকেট একাদশ মধ্যে প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, মোঃশরীফ মিয়া,স্বত্বাধীকারী শরীফ মৎস্য আড়ৎ ও বিশিষ্ট সমাজসেবক। খেলাটি উদ্ধোধন করেন,আরিফুল হাসান উজ্জল, সাবেক কাউন্সিলর ও কটিয়াদী শিল্প একাডেমির সাধারণ সম্পাদক, খেলায় প্রধান অতিথি ছিলেন, ডাঃ মোহাম্মদ ঈশা খান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেস, কটিয়াদী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল্লাহ আল মামুন,কটিয়াদীর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী,রিয়াদুল মুবিন, বিশিষ্ট ব্যবসায়ী প্রমুখ। খেলায় প্রধান অতিথি বক্তব্যে ডাঃমোহাম্মদ ঈসা খান বলেন,খেলাধুলা মানুষ কে প্রফুল্ল রাখে।আর খেলাধুলা করলে যুব সমাজ নষ্ট হয় না আর মাদক থেকে বিরত লাগে। এতো সুন্দর খেলার আয়োজন করায় ধন্যবাদ জানান খেলার আয়োজক কমিটিকে। কটিয়াদী পূর্বপাড়া ক্রিকেট একাদশ ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৮ রানে অল আউটে কামাররকোনা ক্রিকেট একাদশ বিজয়ী হয়।আজকের খেলা ম্যান অফ দ্যা ম্যাচ হইছে মোহাম্মদ বিজয়।