প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ২:১৮ পি.এম
ফুলপুরে মুক্ত দিবস পালিত
তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ পতাকা উত্তোলন সহ মুক্তিযোদ্ধের স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন র্যালি এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমান হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, হালুয়াঘাটের তেলিগাতি যুদ্ধে পরাজিত হয়ে পাক হানাদার বাহিনী ১৯৭১ সনের ৮ ডিসেম্বর ফুলপুর - হালুয়াঘাট উপজেলার সিমান্তবর্তি সরচাপুরে অবস্থান নেয়। পরে ফুলপুরের মধ্যনগর যুদ্ধে ৪ জন মিত্রবাহিনীর সদস্যসহ অনেক পাকহানাদারের মৃত্যু ঘটে। এতে পরাজিত হয়ে মহাসড়কের অসংখ্য ব্রিজ ভেঙে ও সাধারণ মানুষ হত্যা করে পাকবাহিনী ময়মনসিংহের দিকে পালিয়ে গেলে এদিন (৯ই ডিসেম্বর) ফুলপুর মুক্ত হয়েছিল।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা