মোঃ হারুন অর রশিদ কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার প্রশাসক এর দায়িত্ব গ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। ইতিপূবে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কটিয়াদী পৌরসভার প্রশাসকের দায়িত্ব ভার গ্রহন করেন সাফফাত আরা সাঈদ। বদলী জনিত কারণে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার কটিয়াদী পৌরসভার প্রশাসকের দায়িত্বভার উপজেলা নির্বাহী অফিসারের নিকট ন্যাস্ত করেন। ৮ ডিসেম্বর রবিবার বিকালে পৌর কার্যালয়ে পৌর প্রশাসকের দায়িত্ব পালনে প্রথম অফিস করেন। এ সময় উপস্হিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন,সহকারী প্রকৌশলী মহি উদ্দীন আহমেদ, উপ- সহকারী প্রকৌশলী মোঃ এনামুল হক, হিসাব রক্ষক মোঃ জসিম উদ্দীন , কর আদায়কারী সালাহ উদ্দিন, কর নিধারক আবদুল কুদ্দছ,বাজার পরিদর্শক আশরাফুল হক,লাইন্সেস পরির্দশক আবু রায়হান,প্রধান সহকারী ইসমাইল হোসেন, কসাইখানা পরির্দশক (ভারঃ) মোঃনজরুল ইসলাম, কার্য সকারী দেলোয়াররহোসেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ইউনিট কমিটির সাধারন সম্পাদক টিকাদানকারী মোঃ হারুন অর রশিদ,ক্যাশিয়ার সুমন মিয়া, টিকাদানকারী সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন,সহকারী করনির্ধারক মোঃবেলায়েত হোসেন প্রমুখ। এছাড়া ও পৌরসভার কর্মচারীগন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম তিনি উপস্হিত কর্মকর্তা কর্মচারীদের উদ্দ্যেশে বলেন যেহেতু এ প্রতিষ্ঠানটি জনগনের তাই লক্ষ্য রাখতে হবে পৌর নাগরিকদের সেবা দিতে যেন কোন ত্রুটি না হয়। বিশেষ করে নাগরিক সনদ,জন্ম ও মৃত্যু সনদ,ওয়ারিশান সনদসহ যে কোন সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। অপর দিকে পৌর এলাকার ড্রেন,রাস্তা,ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রোড লাইট,সচল রাখতে হবে এবং অবকাঠামোগত সুবিধাদি বৃদ্দি করা। এর জন্য তিনি পৌর স্টাফদের সার্বিক সহযোগিতা কামনা করেন। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বর্তমানে তিনি একাধারে চারটি দপ্তরের দায়িত্ব পালন করছেন।