পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়ার পৃথক জায়গা থেকে দুইটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর ইন্দ্রপুল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মমতা ডেইরি ফার্মের পেছনে বেড়িবাঁধের সুইসগেইট এর পানির মধ্যে থেকে একটি সহ একই দিনে দুইটা লাশ উদ্ধার করেছে পুলিশ।হাবিলাস দ্বীপ ইউনিয়নের বেড়িবাঁধের সুইস গেইট থেকে উদ্ধার করা লাশের নাম বদিউল আলম (৫৫) । সে মৃত অলি আহমদ এর সন্তান। বাড়ি হাবিলাস দ্বীপ ইউনিয়নের চরকানাই ৫ নং ওয়ার্ড, পটিয়া উপজেলা চট্টগ্রাম। সূত্রে জানা যায়, মৃত বদিউল আলম গত রবিবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দুটি চট্টগ্রাম ম'র্গে পাঠানো হয়েছে।