মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামায় পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (আঞ্চলিক) কার্যালয়ের রেজুলেশনের বাস্তবায়ন কর্মসূচির আওতায় পল্লী সঞ্চয় ব্যাংক লামা উপজেলা শাখার উদ্যোগে ফাইতং ইউনিয়নে খেদারবান গ্রাম উন্নয়ন সমিতি ও সুতাবাদী গ্রাম উন্নয়ন সমিতির সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালবেলা সমিতি এক সদস্য বাড়ির সামনে এ বৈঠকের আয়োজন করা হয়। লামা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে জুনিয়র অফিসার শ্যামল চন্দ্র নাথ, ফাইতং মহিলা সংরক্ষিত ইউপি সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদা, ফাইতং ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মাঠ সহকারী আব্দুল্লাহ আল মামুন সোহেল ও মংসাই মারমা সহ প্রমূখ। বৈঠকে জানানো হয়, প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয় ব্যাংক বিভিন্ন ঋণ প্রদান করছে। ক্ষুদ্র ঋণ, শস্য ঋণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ বিতরণ করছে। একজন ব্যক্তি ১০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। আবেদনের তিন থেকে পাঁচ দিনের মধ্যে ঋণ প্রদান করা হচ্ছে। এসব ঋণের সুদের পরিমাণ শতকরা পাঁচ ভাগ। প্রধান অতিথি বক্তব্যে মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ঋণের কিস্তি/টাকা প্রদানের নির্দেশনা প্রদান ও সামাজিক এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। ঋণ গ্রহণ করে সময়মত পরিশোধ করুন। ঋণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। নিজে আত্মনির্ভরশীল হোন, দেশকে এগিয়ে নিন। গ্রামে, বাল্য বিয়ে, মাদক বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন। এই উঠান বৈঠকে দুইটি সমিতির ৭৫ জন নারী পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।