নিজস্ব প্রতিনিধিঃ মাদককে না বলুন এই প্রতিবন্ধকতার শ্লোগান নিয়ে উত্তর লুধুয়া যুব সমাজের উদ্যোগে, উত্তর লুধুয়া নাইট মিনি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন। উক্ত উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন লিটন মিয়া স্মৃতি ফুটবল একাদশ বনাম জোর খালী একাদশ।উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। উক্ত টুর্ণামেন্ট টি পরিচালনা করা হবে নক আউট সিস্টেমে। টুর্নামেন্ট এ অংশ গ্রহণ করবেন ৮ টি দল। উদ্বোধনী খেলায় গোল শূন্য ভাবেই শেষ হয়, নক আউট সিস্টেম এর কারনে খেলা গড়ায় টাইব্রেকারে।টুর্নামেন্ট কতৃপক্ষের সিদ্ধান্তে দল প্রতি ৩ টি করে শর্ট খেলা হয়। টাইব্রেকারে ৩/২ গোলে লিটন মিয়া স্মৃতি ফুটবল একাদশ বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ মোঃ ফয়সাল আহম্মেদ লিটন মিয়া স্মৃতি ফুটবল একাদশ।উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ১. মোঃ শরিফ হোসেন ২.মোঃহৃদয় ৩.মোঃ আল-আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর লুধুয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ মাস্টার। খেলাটি পরিচালনা করেন মোঃ এরফান ও উত্তর লুধুয়ার যুব সমাজ। বিশেষ অতিথি ছিলেন মোঃ হান্নান ব্যবসায়ি মোঃ মালেক ব্যবসায়ি মোঃ বোরহান,মোঃ আলী হোসেন অজি, সাত্তার অজি মিলন অজি মোঃমুকুল প্রধান , মোঃ মোসলেম প্রধান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।