নিজস্ব প্রতিবেদক: অদ্য ১১/১২/২০২৪ইং- বুধবার বিকাল ০৪ঘঠিকার সময় কক্সবাজার জেলার অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর কার্যালয় পরিদর্শনে আসেন ড্যা কক্স স্টার সোসাইটি এর সভাপতি ইউনুছ আলী আকবর। এসময় উপস্থিতি ছিলেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর উপদেষ্টা ও ০৭নং ওয়ার্ড এর ইউপি সদস্য নুরুল হক মেম্বার। উপদেষ্টা আহমদ আলী ও প্রবাসী মোহাম্মদ ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সভাপতি ইঞ্জিনিয়ার খাইরুল আমিন (শামীম), সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সিঃযুগ্ন সাধারণ সম্পাদক কালাম শাহ,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক, সিনিয়র সদস্য ইমাম শরীফ ও ওসমান মোঃ হৃদয় সহ প্রমুখ। এসময় The Cox's Society এর সভাপতি ইউনুছ আলী আকবর বলেন, মানবিক স্বেচ্ছাসেবী মূলক কাজ নিঃসন্দেহে এটি একটি ভালো ও পরকালের জন্য। এমন কাজে মহান আল্লাহ পাক অনেক খুশি হয়। তাছাড়া খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে, হঠাৎ সময়েই রক্ত ম্যানেজ করে দেওয়া। এটি সবাই করতে পারে।