মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন হানাদারমুক্ত দিবস উদ্যাপন করেছে। কর্মসূচিতে ছিলো শোভাযাত্রা, শহিদদের প্রতি শ্রদ্ধা- আত্মার মাগফেরাত কামনা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল ১৩ডিসেম্বর শুক্রবার উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব খরেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা খাঁন, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে শোভাযাত্রা নিয়ে তারা উপজেলা কমপ্লেক্সের সড়ক প্রদক্ষিণ করে।