প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৫:৩৯ পি.এম
চাঁদপুরে নিখোঁজ ৪ দিন পর মৎস্য খামারির শ্রমিকের মরদেহ উদ্ধার
কাজী নজরুল ইসলাম চাঁদপুর থেকে: চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর একটি মৎস্য খামার থেকে আতিক মজুমদারের (২৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করে কচুয়া থানা অফিসার ইনচার্জ এম এ হালিম জানান, মৎস্য খামারের মেশিনের সাথে তার পা- আটকে ছিল তার। মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সেখান থেকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করা হবে। পরিবারের পক্ষ থেকে স্ত্রী বাদী হয়ে অভিযোগের দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসী ও পরিবার জানায়, আতিক মজুমদার কচুয়ায় গোঘরার বিলে মৎস্য খামারের শ্রমিক হিসেবে কাজ করতো। চারদিন ধরে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সে কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মজুমদারের ছেলে। নিহত আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনসহ পরিবারের সদস্যরা জানান, সে কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কাহারা হত্যা করে সেচ মেশিনের সাথে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানান তারা। ৯ ডিসেম্বর প্রজেক্টে আসার সময় নিখোঁজ হয় সে। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারন ডায়েরী করা হয়, যার নং- ৫৩৮।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা