মোঃ হারুন অর রশিদ কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃমাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গণি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃতরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃআফজাল হোসেন খন্দকার, অন্তুবল, উপজেলা প্রকৌশলী,জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো.ইসরাইল, যুবদল নেতা মাহাবুবুল আলম মাসুদ প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি দলীয় নেতৃবৃন্দ, ফায়ারসার্ভিস অফিসের প্রতিনিধি, আনসার ভিডিপি কর্মকর্তা, উপস্থিত ছিলেন।