মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি : চকরিয়া পহরচাঁদা খাজা মিয়াজি স্পোর্টিং ক্লাবের আয়োজনে খাজা মিয়াজি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শনিবার ( ১৪ ডিসেম্বর) উত্তর পহরচাঁদা হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন হয়। উক্ত খেলায় পহরচাঁদা উচ্চ বিদ্যালয় নাইনটি ব্যাচ বনাম শিলখালী একদাশ দুটি টিম খেলায় অংশগ্রহন করে। খেলায় সার্বিক সহযোগিতা করেন, খাজা-মিয়াজি কমিউনিটি এবং P3A. উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পহরচাঁদার তরুণ প্রজন্মের আইডল, বিশিষ্ট সমাজসেবক এইচ, এম, সোহেল সিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন নজরুল পাইপ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শহিদ মনির, নিয়াজ উদ্দীন ইকবাল, আবু ইউসুফ বোরহান, রোবেল খান প্রমুখ।