কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে জাতীয় বিজয় দিবসের এক বর্ণাঢ্য বিজয় র্যালী করা হয়। কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কটিয়াদী সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডের গোল চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তব্য পেশ করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, জেলা শুরা সদস্য ও কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব সাইদুল হক বিএসসি ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।