জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ মাত্রা,নারীর স্বস্তির যাত্রা ” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন, মেধাবী গরিব শিক্ষার্থীর পড়ালেখার জন্য স্কুল ড্রেস,শিক্ষা উপকরন অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন মাত্রা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে মাএার পরিচালক গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন এর উদ্যােগে খাগড়াছড়ি জেলার অসহায় দু:স্থ পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিনামূল্যে ১২টি সেলাই মেশিন, ১০০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, চম্পাঘাট শিশু সদনে ৩৫জন অনাথ শিশুদের মাঝে সারাবছরের শিক্ষা সামগ্রী,৫৩জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস তুলেদেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম, মাএার পরিচালক গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন,খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ,খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক শাপলা দেবী এিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো.জসীম উদ্দিন জয়নাল,সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাড়ানোর যেই মন-মানসিকতা তা আসলে সবার মাঝে থাকা উচিৎ এবং একজন নারী হিসেবে পাহাড়ের এই তৃণমূল পর্যায়ে এসব সামগ্রী বিতরন কার্যক্রম প্রশংসার দাবীদার। “মাত্রা”র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়“মাত্রা”র পরিচালক গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন,বলেন পাহাড়ের পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না, তৈরি করতে পারছে না নিজেদেরকে, তাদের জন্যই আমি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিনসহ, অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীতের মাঝে শিক্ষা সামগ্রী,শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।