সালাহউদ্দিন ভুঁইয়া নাহিদ বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলায় লামা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৮ ডিসেম্বর) লামা পৌরসভায় প্রাণকেন্দ্রে লামা সাংবাদিক ফোরামের কার্যালয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ৩ পদের ৬-জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনে সভাপতি পদে (২জন) বর্তমান সভাপতি ইউসুফ মজুমদার ও নূর মোহাম্মদ মিন্টু সাধারণ সম্পাদক পদে (২জন) মোহাম্মদ আলমগীর আদনান ও মোহাম্মদ হাসেম সম্পাদক পদে (২জন) জাহেদ হাসান ও ইসমাইনুল করিম নীরব ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন বুধবার বিকেল ৩-টায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে এবং বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। লামা সাংবাদিক ফোরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ মোট কাউন্সিলর সংখ্যা ১৬ জন। শান্তিপূর্ণভাবে ভোট গণনা শেষে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক পদে আবুল হাশেম ও সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য উক্ত কমিটি লামা সাংবাদিক ফোরামের দায়িত্ব পালন করবেন। এর আগে মোহাম্মদ শাহনেওয়াজ, বিপ্লব দাস ও ফরিদুল আলম বাবলু কে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ও নির্বাচন পরিচালনা কমিটির হাত ধরে শান্তিপূর্ণভাবে নির্বাচন সমাপ্ত হয়।