পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়ায় হিম উৎসব পালিত হয়েছে। আয়োজক ছিল পটিয়া বাগান পরিবার। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে হলো পটিয়া তথা চট্টগ্রাম এবং সারা বাংলাদেশ এর মানুষ যেন তাদের নিজেদের বাড়ির ছাদ কিংবা আঙিনায় খালি না রেখে বাগান করার জন্য উৎসাহ পায়। এই অনুষ্ঠানের একটা মূল বিষয় হলো গাছ আদান প্রদান। আজকে আপনার কাছে বাগান নেই বা যেই গাছ টি নেই সেইটা অন্য জনের কাছ হতে নিয়ে যাবেন। তবে পরবর্তীতে আপনার কাছে সেই গাছ অতিরিক্ত হলে আপনি পরবর্তীতে অন্যজনকে প্রদান করবেন। এই ভাবে প্রতিটি বাগানপ্রেমী তাদের পছন্দের গাছ সংগ্রহ করতে পারে বিনামূল্যে। অনেক স্টুডেন্ট বা বাগান প্রেমিদের শখ আছে কিন্তু আর্থিক বিষয়ে সমস্যা থাকার কারনে বাগান করতে পারেনা। পটিয়া বাগান পরিবার তার সহজ সমাধান করে দিছেন।অনুষ্ঠানে এডমিন মনি আসলামের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন এডমিন রুবি ,এডমিন মো: সরওয়ার, মডারেটর মাসুক খান, এস এম কাসিফ এবং সাবরিনা খানম, পটিয়া বাগান পরিবারের অন্যতম শুভানুধ্যায়ী এবং পরামর্শক মো: নুরুল আলম। এই অনুষ্ঠানের নাম করন করা হয় "হিম উৎসব ২০২৪"। এই অনুষ্ঠান পরিচালনার জন্য বাগান পরিবারের সদস্যদের মধ্যে থেকে একটি সহযোগী টিম গঠন করা হয়। এই টিমে ছিলেন, মোস্তাকিম , নাসরিন তানহা, তানিয়া আহম্মেদ, জান্নাতুন নূর, সাকিবুন নাহার, জারিন, নূর ও অর্পিতা চৌধুরী। প্রতিবারের মত এইবারো ইভেন্টের আগে পটিয়া বাগান পরিবারের মেম্বারদের মধ্যে ফটো কন্টেস্ট সিজিন-০৬ দেওয়া হয়। এতে ৫ জনকে পোস্টের সর্বোচ্চ লাইকের মাধ্যমে বিজয়ী ঘোষাণা করা হয়। প্রথম হয়েছেন এম এ আজিজ, ২য় হয়েছেন অর্পিতা চৌধুরী, ৩য় তনিমা তাহেরা, চতুর্থ মুনিয়া ধর এবং পঞ্চম হয়েছেন মো ইব্রাহিম। এই অনুষ্ঠানে বিজয়ীদের পুরুস্কার বিতরণ করার মাধ্যমে হিম উৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।