মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার মহেশখালী: ছোট মহেশখালী ইউনিয়ন যুবদলের আহব্বায়ক সালাহ উদ্দিন, ও সদস্য সচিব তালিমুল ইসলামের নেতৃত্বে ২২ ডিসেম্বর রোজ রবিবার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড়ে ৯১ সদস্য বিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সম্পন্ন হয়েছে। মোহাম্মদ ফয়েজ উদ্দিন সভাপতি, মোঃ সৈয়দ আকবর সাধারণ সম্পাদক, মোঃ আমজাদ হোসেন সিনিয়র সহ-সভাপতি,মোহাম্মদ নুরুল আমিন সহ-সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল গফুর সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। উক্ত ৪ নাম্বার ওয়ার্ড় যুবদলের কমিটি ঘোষণা কালে প্রধান অতিথি বক্তব্য রাখেন ছোট মহেশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালা উদ্দিন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদি যুব দলকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে কাজ করে বিএনপিকে আবারো পুনরায় ক্ষমতায় আনতে হবে। তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মাঠে কাজ করে যাওয়ার নির্দেশ দেন।