নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের থানচি উপজেলা পরিষদের সরকারী বিভিন্ন দপ্তরে দাপ্তরিক প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন, বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের জনসম্পৃক্ততাকে প্রধান্য দিয়ে ছোট বড় মেগা প্রকল্পগুলি গ্রহন ও বাস্তবায়ন করতে হবে। সরকারের অর্পিত দায়িত্বকে গুরুত্ব দিয়ে নিজ নিজ কর্তব্যরত সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সকলের সু-শৃংঙ্খলভাবে দায়িত্ব পালন করুন। আইন শৃংঙ্খলা বিষয়ে সজাগ থাকার ও গুরুত্ব দিতে হবে। অন্যথায় আগের মতো অনিয়মের অভিযোগ পেলে যথাযথ শাস্তি নিজেকে ভোগ করতে হবে। বুধবার ১৩ নভেম্বর সকালে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল ডেবলপমেন্ট প্রকল্পের (আইসিভিজিডি) ২য় পর্যায় সুবিধাভোগী ১৩০০ জন উদ্যোক্তাদের মূলধন বিতরন। শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ, সমাজ সেবা অধিদপ্তরে হত দরিদ্রদের ঋণের চেক বিতরণ করেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী সভাপতিত্ব করেন।অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো: এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ উদ্দিন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বক্তব্য রাখেন। এছাড়াও সরকারী ২৪ টি অধিদপ্তরের দাপ্তরিক প্রধান,৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১১ টি মৌজা হেডম্যান, কারবারী, প্রিন্ট,ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীরা অংশ নেন।জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন আর ও বলেন, আইন শৃংঙ্খলার পরিস্থিতির ক্রমন্বয়ে উন্নতি হচ্ছে দ্রুত থানচি, রুমা, রোয়াংছড়ি মত পর্যটন কেন্দ্র গুলি ও পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা বিবেচনা করা হবে। পাহাড়ে সম্পদ পাথর, স্থানীয় বালি অবৈধ পন্থায় উক্তোলন করা যাবে না। উপজেলার প্রশাসন কড়া নজরদারী রাখতে হবে। কোন কর্মকর্তা কর্মচারী দুর্নিতী করা থেকে বিরত থাকবেন। এর আগেই থানচি থানা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, থানচি সরকারী উচ্চ বিদ্যালয়, নির্মানাধীন মডেল মসজিদ,সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন।