মোঃ জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট: লালমনিরহাটে নিউ সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনোসিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) দুপুর ২ টার সময় জেলা সদর বি ডি আর রোড,আলোরুপা মোড় সংলগ্নে নিউ সেন্ট্রাল ক্লিনিকের দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ সিরাজুল ইসলাম, এমবিবিএস (বিসিএস স্বাস্হ্য), সাবেক তক্ত্বাবধায়ক, লালমনিরহাট সদর হাসপাতাল।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নিউ সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনোসিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদ্দাম হোসেন, পরিচালক রুুহুল আমিন দুলু, মোছাঃ মরিয়ম বেগম, আব্দুল খালেক,মোঃ জহুরুল হক,ফরাদ হোসেন, পরিচালক বৃন্দগণ বলেন নিউ সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনোসিসের রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইসিজি মেশিন, আল্ট্রাসনো মেশিন, এন্ডোসকপি মেশিনসহ সকল প্রকার সঠিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মানুষের রোগ নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য মূলক কাজ। এ সময়ে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।