মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালি ইউনিয়নের রাজারবিল গ্রামে প্রতিবন্ধী মো: ইউসুফকে এমএম ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নতুন হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গত (২৭ ডিসেম্বর) শুক্রবার এমএম ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে হুইল চেয়ার টি প্রদান করা হয়। জানা যায়, প্রতিবন্ধী ইউসুফ দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যার কারণে চিকিৎসা করতে গিয়ে আর্থিকভাবে দুর্লভ হয়ে পড়ে। নতুন একটি হুইল চেয়ার কেনার মত সামর্থ্য না থাকায় পুরনো জরাজীর্ণ হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করতে গিয়ে তার কষ্টের সীমা নেই। এমতাবস্থায়, এমএম ফাউন্ডেশনের সদস্য নুরী জান্নাতের মাধ্যমে ইউসুফের দুরবস্থার কথা জানতে পেরে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন তাকে একটি নতুন হুইল চেয়ার উপহার দেওয়ার। উপহার পাওয়ার পর ইউসুফ আবেগে আপ্লুত হয়ে বলেন, আমি এমএম ফাউন্ডেশনের প্রতি চিরকৃতজ্ঞ। সমাজের বিত্তবানরা যদি আমাদের মতো মানুষের পাশে দাঁড়ায়, তবে আমরা জীবনযুদ্ধে আরও সহজে এগিয়ে যেতে পারবো। পরিশেষে তিনি এমএম ফাউন্ডেশনের দীর্ঘায়ু কামনা করেন। এমএম ফাউন্ডেশনের বর্তমান সভাপতি আরমান মাহমুদ জানান, এমন মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে অবহেলিত জনগোষ্ঠীর মাঝে সহযোগিতা ও সহমর্মিতার বাণী ছড়িয়ে পড়েছে, যা সবাইকে মানবিক মূল্যবোধের দিকে উদ্বুদ্ধ করতে উৎসাহিত করবে।এসময় উপস্থিত ছিলেন, এমএম ফাউন্ডেশনের বর্তমান সভাপতি আরমান মাহমুদ, ২০২৫ সেশনের সভাপতি অ্যাডভোকেট আশিকুর বছির নকীব, প্রতিষ্ঠাতা ও ২০১৪-১৫ সেশনের সভাপতি এমএমএইচ ইয়াসির আরাফাত চৌধুরী, ২০১৯ সেশনের সভাপতি তামজিদুল ইসলাম চৌধুরী, ২০২৫ সেশনের সম্পাদক রুনা আক্তার, সিনিয়র সদস্য সাঈদ মুস্তাকিম সিফাত, ইসফাতুল হাসান ইসফাত, আদনান রাফি চৌধুরী, নুরী জান্নান এ্যানি, ইসমত আরা বুলু প্রমুখ।