প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৫:৩৪ পি.এম
সাবেক হুইপ কমলের ভাইয়ের স্ত্রী পরিচয়ে দাপিয়ে বেড়ানো শেফালী গ্রেফতার
![](https://pressbd.online/wp-content/uploads/2024/12/1000008376-1.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি: সাবেক হুইপ কমলের ভাইয়ের স্ত্রী পরিচয়ে দাপিয়ে বেড়ানো সুফিয়া আক্তার শেফালীকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। তিনি কক্সবাজার পৌরসভা ১০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে এসআই নূর মোহাম্মদ ও এসআই সাইফুলের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেফালী রামু মন্ডল পাড়ার মৃত নূর আহম্মদ এর মেয়ে। তিনি কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড মোজাহের পাড়ায় বসবাস করতেন। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ভাইয়ের স্ত্রী বলে জানা যায়। এ বিষয়ে এস আই নূর মোহাম্মদ জানান, শেফালীর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা থাকায় ওসি স্যারের নির্দেশে এসআই সাইফুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। আইন মোতাবেক তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা