প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৫:৩৮ পি.এম
মতলব উত্তরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কৃষক’কে কুপিয়ে জখম
মতলব উত্তর চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক কৃষককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার গজরা ইউনিয়নের মধ্য কৃষ্ণপুর গ্রামে জসীম উদ্দীনের পরিত্যক্ত দোকানের সামনে পাকা রাস্তায় ঐ গ্রামের মৃত কেরামত আলী প্রধানের ছেলে কৃষক সুফি আলম (৩৮) কে কুপিয়ে মারাত্মক জখম করেন মাদক ব্যবসায়ীরা।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ও পুলিশের একটি টিম। জানা যায়, সুফি আলম রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে দোকানের দিকে যাচ্ছিল হঠাৎ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তার উপর। চিৎকারের আওয়াজ শুনে আশে-পাশে লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সুফি আলমের স্ত্রী লিপি বেগম জানান, আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন সময় নেশার টাকার জন্য হুমকি দিয়েছেন আমাদের গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে জিহান প্রধান (২৫), মোবারক প্রধানের ছেলে তুহিন প্রধান (২২), মোহাম্মদ দেওয়ান ছেলে আশরাফুল দেওয়ান (২৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্বামী খাবার খেয়ে দোকানের কাছে যাওয়ার সময় তারা হামলা চালায়। আমার স্বামী এখন মৃত্যু শয্যায়। আমার একটি মেয়ে ১ বছর আগে মারা গেছে। এখন একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। আমি এখন অসহায়। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। গজরা ইউপি সদস্য মো. সফিকুর রহমান জানান, ইদানিং কৃষ্ণপুরে কিছু ছেলেপেলে সন্ধ্যার পরে সঙ্ঘবদ্ধভাবে আড্ডা দেয়। তাদের চাল চলন আচার-আচরণে সন্দেহ হলে বিষয়টি তাদের অভিভাবককে আমি জানিয়েছিলাম। আজকের এই ঘটনাটি খুব দুঃখজনক। মতলব উত্তর থনার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, বিষয়টি নেক্কারজনক। ঘটনার পর সাথে সাথে আমি সহ আমার একটি পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
প্রকাশক:ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ,সম্পাদক: এডভোকেট সেলিনা সুলতানা শিউলি বার্তা সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন মোল্লা