পটিয়া (চট্টগ্রাম) চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী: বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার ৩ দিন ব্যাপী ৪৪ তম হিফজুল কোরআন শিক্ষা প্রতিযোগিতা গত শনিবার রাতে সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের ৫৯৩টি প্রতিষ্ঠানের সর্বমোট ১১০২জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। মোট প্রতিযোগী থেকে কোরআন কারিমের ৩০ পারা গ্রুপের ৫২৫ জন এবং ১৫ পারা গ্রুপের ৫৭৭ জন। প্রথম বিভাগ থেকে তিন ভাগে বিভক্ত করে পুরস্কার প্রদান করা হয়। উভয় গ্রুপের পুরষ্কার যোগ্য মোট প্রতিযোগী ৩২১ জন। উভয় থেকে প্রথম ১০ জন করে মোট ২০ জন প্রতিযোগীকে নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৩০ পারা গ্রুপের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধীকারীকে যথাক্রমে ১৫ হাজার, ১২ হাজার ও ১০ হাজার টাকা এবং ১৫ পারা গ্রæপে যথাক্রমে বারো হাজার, দশ হাজার, আট হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। সাধারণ ও বিশেষ প্রতিযোগিতায় ৩২১ জন প্রতিযোগীকে সর্বমোট ১১ লক্ষ ৬৯ হাজার ৩০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।শিক্ষক মাওলানা সলিম উদ্দীন মাহদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও তাহফীজুল কোরআন সংস্থার সভাপতি আল্লামা মুফতি আবু তাহের কাসেমী নদভী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার প্রধান উপদেষ্টা ও জামিয়ার সদরে মুহতামিম আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার প্রধান উপদেষ্টা আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া, উপস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জাকারিয়া আল আজহারী, সংস্থার মহসচিব মাওলানা নুরুল আবছার, ইত্তিহাদের মহাসচিব আল্লামা মুফতি একরাম হোসাইন ওদুদী (হাফি.) প্রমুখ। এছাড়া গতকাল রবিবার বাদে যোহর আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার তত্ত¡াবধানে পরিচালিত আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর অধীনে ৬৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে প্রায় সাড়ে চার লাখ টাকার মূল্যবান সামগ্রী বিতরণী করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ (হাফি.)। বিশেষ অতিথি ছিলেন জামিয়ার শায়খে ছানী আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া। প্রধান অতিথি ছিলেন জামিয়া পটিয়ার মহাপরিচালক ও আঞ্জুমানের নির্বাহি সভাপতি মুফতি আবু তাহের কাসেমী নদভী।